শিরোনাম

South east bank ad

মানি লন্ডারিং প্রতিরোধে এক্সিম ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক কর্মসূচির আওতায় এক্সিম ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ভার্চুয়ালি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পরিচালনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। মানি লন্ডারিং বিষয়ক মূল বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো মো. ফিরোজ হোসেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির এবং শাহ্ মো. আব্দুল বারী।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: