মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে যমুনা ব্যাংকের নতুন শাখা
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের আলদী বাজার শাখা উদ্বোধন করা হয়েছে। এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটি উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ।
আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম, নুর মোহাম্মদসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিকটবর্তী শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।