শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ২০০ কোটি টাকা ঋণ দেবে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে এই ঋণ বিতরণ করা হবে। এজন্যগতকাল মঙ্গলবার এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মুখতার হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ গিয়াসউদ্দিন মিয়া, রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার এবং ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান কাজী মোঃ শাফায়াত কবির, সিআরএমডির প্রধান তনুশ্রী মিত্র এবং গাজীপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: