South east bank ad

ছাতক-এ এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে এস আর চৌধুরী কমপ্লেক্স, মধ্যবাজার, ছাতক বাজার, ছাতক, সুনামগঞ্জ এ শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ওলিউর রহমান। গেস্ট অব অনার হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের সম্মানিত স্পন্সর জনাব তৌফিক রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার মেয়র জনাব আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলা বক্স ও করিম বক্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদ বক্স, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল চৌধুরী, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাসান, ছাতক চুনাপাথর আমদানিকারক ও সাপ্লায়ার্স গ্রুপের সভাপতি আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী, ছাতক চুনাপাথর আমদানিকারক ও সাপ্লায়ার্স গ্রুপের সাধারণ সম্পাদক জনাব অরুপ দাস, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামীম আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ মিলন। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো. মুখতার হোসেন।
অনুষ্ঠানের সভাপতি এনআরবিসি ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ওলিউর রহমান বলেন, এনআরবিসি ব্যাংক একটি ব্যবসাবান্ধব ব্যাংক। তিনি বলেন, যেকোন দুর্যোগে সর্বদা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশে থেকে তার প্রমাণ দিয়েছে। তিনি বলেন, এই ব্যাংক থেকে গ্রাহক সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর সেবা পাবে।
অনুষ্ঠানে ব্যাংকের সিলেট শাখার প্রধান জনাব এম এ মুবিন , ছাতক উপশাখার ইনচার্জ জনাব দেওয়ান আল আমিন আল মোতাকাব্বির সহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘‘এনআরবিসি প্লানেট’’। এছাড়া গ্রাহক সহজেই তার একাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: