ব্যাংক এশিয়ার নতুন উপব্যবস্থাপনা পরিচালক হলেন আলমগীর হোসেন
আলমগীর হোসেন সম্প্রতি ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংকের প্রিন্সিপাল অফিস শাখার প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
তিনি ১৯৯৭ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু হয়। ইস্টার্ন ব্যাংকে আট বছরের কর্মজীবনে তিনি শাখায় বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতা লাভ করেন এবং শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে এভিপি হিসেবে তিনি ব্যাংক এশিয়ায় যোগদান করেন।