শিরোনাম

South east bank ad

শাহজালাল ইসলামী ব্যাংকের আলোচনা সভায় ক্যাশ ওয়াকফ বিষয়ে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সমাজের উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণে ক্যাশ ওয়াকফ বিষয়ে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। গতকাল শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড আয়োজিত ‘ক্যাশ ওয়াকফ’ বিষয়ে এক আলোচনা সভা থেকে এ আহ্বান জানান বক্তারা। ডিজিটাল প্লাটফর্মে আয়োজিত এ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম শহীদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আব্দুল আজিজ ও এসএম মঈনুদ্দীন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ আহমেদ ও নাসিম সেকান্দার অনলাইনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, দেশের বিত্তশালীরা নিজেদের হাজার কোটি টাকার সম্পদ শুধু সন্তানের জন্য রেখে যান। সমাজের বিত্তশালীরা যদি এদিকে একটু গভীর মনোনিবেশ করেন, তাহলে তাদের এ ওয়াকফকৃত টাকায় সমাজের দারিদ্র্য অনেকাংশে দূরীভূত হবে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজের অর্থায়নে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতো না। এ অবস্থায় ক্যাশ ওয়াকফ এখন সময়ের দাবি। সভায় ক্যাশ ওয়াকফের ওপর আরো বক্তব্য রাখেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির মেম্বার সেক্রেটারি ও মুরাক্বিব মাওলানা মো. ফরিদ উদ্দিন। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা সিমু অনুষ্ঠানটির মডারেটরের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে মোট ৮৮৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: