South east bank ad

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮ পাচ্ছেন গোলাম মুরশিদ ও ইমদাদুল হক মিলন

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮-এর জন্য সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন গবেষক ও লেখক গোলাম মুরশিদ এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। জনাব গোলাম মুরশিদ তাঁর ‘বিদ্রোহী রণক্লান্ত নজরুল-জীবনী’ এবং জনাব ইমদাদুল হক মিলন তাঁর ‘মায়া নগর’ উপন্যাসের জন্য এ পুরস্কার পাচ্ছেন। বরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলী, বাছাই কমিটি ও বিচারক মণ্ডলী সেরা দু’টি বই নির্বাচন করে থাকেন। প্রতি বছরের মতো এবার ও আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে নির্বাচিত লেখকদের ৫ লাখ টাকা (প্রতিটি বইয়ের জন্য), সম্মাননা পত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। ‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’- স্লোগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে এই সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে পুরস্কারটি সকলের কাছে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছে। এখন পর্যন্ত অর্থমূল্যে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার। ২০১৮ সাল থেকে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’-এর পাশাপাশি বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য দেশের দু’জন অগ্রজ প্রতিম সাহিত্যিককে ‘সাহিত্যরত্ন সম্মাননা’ প্রদান করা হয়েছে। এই সম্মাননার আর্থিক মূল্যমান রাখা হয়েছে ১০ লক্ষ টাকা। ১ম বছর অধ্যাপক হাসান আজিজুল হক এবং ২য় বছর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এ পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০২০ সাল থেকে এ সম্মাননাটিকে সাহিত্য-শিল্প-সংস্কৃতির ব্যাপক পরিসরেবিস্তৃত করে যেসব জীবন্ত কিংবদন্তি আজীবন অবদানের মাধ্যমে আমাদের কে দিশা দিয়েচলেছেন, তাঁদেরকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।  
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: