এনসিসি ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

এনসিসি ব্যাংক লিমিটেডের আইসিসি বিভাগের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স’ শীর্ষক কর্মশালা সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শেষ হয়েছে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এজেডএম সালেহ অনুষ্ঠানে বক্তৃতা করেন।