সোনালী ব্যাংকের সিএসআর কার্যক্রম : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই হস্তান্তর
সোনালী ব্যাংক লিমিটেড এর সিএসআর কার্যক্রমের আওতায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের মাঝে বিতরণের জন্য ২০০ (দুইশত) সেট পিপিই প্রদান করা হয়। সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান এর পক্ষ হতে জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), মীর হাসান মোহাঃ জাহিদ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামিলুর রহমান এর নিকট বৃহস্পতিবার হস্তান্তর করেন। পিপিই হস্তান্তরের সময়ে আরও উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন, ডিজিএম, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, রাজশাহীসহ জিএম অফিস, রাজশাহী এর এজিএম রথীন্দ্রনাথ চক্রবর্তী, মোঃ মোর্শেদ ইমাম এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ম্যানেজার এবিএম ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।