মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর লভ্যাংশ ঘোষণা
ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে।
তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে বিনিয়োগকারীরা ৫০ পয়সা করে পাবেন এবং প্রতি ২০টি শেয়ারে একটি করে নতুন শেয়ার পাবেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে ২৪ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছিল।
২৭ অগাস্ট সাধারণ সভায় অনুমোদন পেলে ৩১ ডিসেম্বর ২০১৯ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ দেওয়া হবে। রেকর্ড ডেট ঠিক হয়েছে ২১ জুলাই।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩১ ডিসেম্বরে ২০১৯ অর্থ বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা ৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ১৬ পয়সা।
এ বছর জানুয়ারি-মার্চ প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতি শেয়ারে ৭৬ পয়সা মুনাফা দেখানো হয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৬০ পয়সা।