শিরোনাম

South east bank ad

এমডি নির্যাতনের তদন্ত চায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)

 প্রকাশ: ৩১ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত চায় এবিবি। দেশের ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন হচ্ছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। এক বিবৃতিতে এ দাবি করেছে এবিবি। প্রসঙ্গত, গত ৭ মে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়াকে গুলি ও আটকে রেখে নির্যাতন করে সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও ভাই দিপু সিকদার। এঘটনায় তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। এক্সিম ব্যাংকের পরিচালক মো. সিরাজ উদ্দিন মামলাটি দায়ের করেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ শনিবার(৩১ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এবিবি জানায়, এ ধরনের অনভিপ্রেত ঘটনা দেশে ও বিদেশে নেতিবাচক প্রভাব ফেলবে। ব্যাংক খাতে সুষ্ঠু ও পেশাদার কাজের পরিবেশ বজায় রাখার স্বার্থে এবিবি যেকোনো বেআইনি কার্যকলাপ প্রতিরোধে সংশ্লিষ্ট সব মহলের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে। এতে আরও বলা হয়, গত ২৬ মে বিভিন্ন গণমাধ্যমে এক্সিম ব্যাংকের এমডিকে গুলি ও নির্যাতনের ঘটনায় প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনায় এবিবি গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সাথে এই অভিযোগের পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রত্যাশা করছে। অভিযোগে উল্লেখিত এ ধরনের অনভিপ্রেত ঘটনা ব্যাংকারদের তথা সামগ্রিকভাবে দেশে ও বিদেশে সংশ্লিষ্ট সকলের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই এবিবি মনে করে। এক্সিম ব্যাংকের পক্ষ থেকে গুলশান থানায় করা মামলার সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেন সিকদার গ্রুপের দুই পরিচালক। এই দুই কর্মকর্তাকে বনানীর একটি বাসায় জোর করে আটক রেখে নির্যাতন করেন এবং সাদা কাগজে সই নেন। এ ঘটনায় আসামি করা হয়েছে জয়নুল হক সিকদারের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে। অপরদিকে মামলার পর করোনা পরিস্থিতির মধ্যেই পারিবারিক এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে চলে যান অভিযুক্ত দুই ভাই। ২৫ মে সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই ব্যাংককে পাড়ি জমিয়েছেন।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: