শিরোনাম

South east bank ad

মূল্য সংশোধন, কমেছে লেনদেনও

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মূল্য সংশোধন, কমেছে লেনদেনও
শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের হিসাবে সাবসিডিয়ারি কোম্পানিতে সরবরাহ করা মূলধন অন্তর্ভুক্ত হবে না মর্মে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের প্রভাবে বাজারে যে ঊর্ধ্বগতি ছিল, তাতে ছেদ পড়েছে। বুধবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক ও বাজার মূলধন। এর মধ্যে ডিএসইর সূচক কমেছে ৪ পয়েন্ট এবং সিএসইর সূচক কমেছে ১৩ পয়েন্ট। এ ছাড়া উভয় শেয়ারবাজারেই বুধবার লেনদেনও কমেছে। বাংলাদেশ ব্যাংক ওই সিদ্ধান্ত ঘোষণা করে গত রোববার। এর প্রভাবে সোম ও মঙ্গলবার শেয়ারবাজারে সূচক বেড়েছিল। ডিএসইতে বুধবার ৩২১ কোম্পানির ৯ কোটি ৬৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। এর মোট মূল্য ৩৯৪ কোটি ৩৮ লাখ টাকা। মঙ্গলবারের চেয়ে লেনদেন কমেছে ১৩১ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৫৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১০২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৩ লাখ ১৩ হাজার কোটি টাকায় নেমে এসেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিইসি) গতকাল ২৩৩ কোম্পানির ৮৫ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার মোট মূল্য ৩২ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে কমে ১৩ হাজার ৯৮২ পয়েন্টে নেমে এসেছে। সিএসই ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ১২ হাজার ৩৭৮ পয়েন্টে নেমে এসেছে। সিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ২ লাখ ৪৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষ-১০ প্রতিষ্ঠান হলো_ তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, এমারেল্ড অয়েল, এসিআই লিমিটেড, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, কাশেম ড্রাইসেল, কেডিএস এক্সেসরিজ, আফতাব অটো এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো_ মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রগতি ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, এপেক্স স্পিনিং, লিব্রা ইনফিউশন, এসিআই ফর্মুলা, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), ওরিয়ন ইনফিউশন এবং বিডি ল্যাম্পস। অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো_ প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, সমতা লেদার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, আইসিবি সোনালি মিউচুয়াল ফান্ড, আমান ফিডস এবং তাক্কাফুল ইন্স্যুরেন্স।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: