শিরোনাম

South east bank ad

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁদপুরে সুরক্ষা সামগ্রী দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

 প্রকাশ: ২৩ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, মতলব দক্ষিণ থানা ও মতলব দক্ষিণ পৌরসভায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত¡াবধায়ক জনাব কায়সার জামিল, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব স্বপন কুমার আইস, মতলব দক্ষিণের মেয়র জনাব আওলাদ হোসেন লিটন উক্ত সুরক্ষা সরঞ্জামাদি গ্রহণ করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), কেএন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, হেড শিল্ড, বিশেষ চশমা। এসময় ব্যাংকের মতলব শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এনআরবি কমার্শিয়াল ব্যাংক মতলব শাখা সম্মানিত গ্রাহকদের মাজে পিপিই এবং সুরক্ষা সামগ্রী বিতরন করে।
Image may contain: one or more people, people standing, people sitting and indoor
উল্লেখ্য, দেশের এই দুর্যোগ মুহূর্তে করোনারভাইরাস সংক্রমন প্রতিরোধে এনআরবিসি ব্যাংক লিমিটেড দেশব্যাপী সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) হস্তান্তর করে চলেছে। বিতরনের অব্যাহত ধারায় ইতমধ্যে গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যান্য জরুরী সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং দেশব্যাপী ৫০ টিরও বেশি হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মীদের জন্য ব্যাংকের পক্ষ থেকে এ পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ১৮,৬০০ এর অধিক পিপিই, ৮,৪০০ এর অধিক সার্জিক্যাল মাস্ক, ৫,২০০ এর অধিক কেএন-৯৫ মাস্ক, ৬,২৫০ এর অধিক বিশেষ চশমা ও ১০,২০০ এর অধিক হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় আসন্ন ভবিষ্যতেও এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: