শিরোনাম

South east bank ad

ঝিনাইদহে সদর হাসপাতালসহ বিভিন্ন দপ্তরে সুরক্ষা সামগ্রী দিয়েছে এনআরবিসি ব্যাংক

 প্রকাশ: ২০ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঝিনাইদহ সদর হাসপাতাল, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ঝিনাইদহ সদর থানায় কোভিড-১৯ বা করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে । ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আইয়ুব আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. বদরুদ্দোজা শুভ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মিজানুর রহমান উক্ত সুরক্ষা সরঞ্জামাদি গ্রহণ করেন । সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), কেএন৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, হেড শিল্ড, বিশেষ চশমা । এসময় ব্যাংকের হাটগোপালপুর শাখার শাখা ব্যবস্থাপক জনাব রাসেল মেহেদী এবং ঝিনাইদহ উপশাখার ইনচার্জ জনাব সবুজসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Image may contain: 1 person, standing and indoor
উল্লেখ্য, দেশের এই দুর্যোগ মুহূর্তে করোনারভাইরাস প্রতিরোধে এনআরবিসি ব্যাংক লিমিটেড দেশব্যাপী সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) হস্তান্তর করে চলেছে।
Image may contain: 2 people, people sitting, table and child
বিতরনের অব্যাহত ধারায় ইতমধ্যে গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যান্য জরুরী সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং দেশব্যাপী ৫০ টিরও বেশি হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মীদের জন্য ব্যাংকের পক্ষ থেকে এ পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ১৮,৬০০ এর অধিক পিপিই, ৮,৪০০ এর অধিক সার্জিক্যাল মাস্ক, ৫,২০০ এর অধিক কেএন-৯৫ মাস্ক, ৬,২৫০ এর অধিক বিশেষ চশমা ও ১০,২০০ এর অধিক হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় আসন্ন ভবিষ্যতেও এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
Image may contain: 2 people
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: