বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের সাথে এনআরবিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর
করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানে চলতি মূলধন সরবরাহের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক গঠিত পুন:অর্থায়ন তহবিলের অর্থ পেতে বাংলাদেশ ব্যাংকের সাথে "রিফাইন্যান্স স্কিম ফর প্রোভাইডিং ওয়ার্কিং ক্যাপিটাল লোন/ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ইন লার্জ ইন্ডাস্ট্রিয়াল এন্ড সার্ভিস সেক্টর" শীর্ষক অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার ও ডেপুটি
জেনারেল ম্যানেজার-এর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো.মুখতার হোসেন। চুক্তির মাধ্যমে বিশেষ এই তহবিল থেকে পাওয়া অর্থ করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে চলতি মূলধন বাবদ ঋণ দেয়া হবে।