শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের সাথে এনআরবিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ১৮ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানে চলতি মূলধন সরবরাহের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক গঠিত পুন:অর্থায়ন তহবিলের অর্থ পেতে বাংলাদেশ ব্যাংকের সাথে "রিফাইন্যান্স স্কিম ফর প্রোভাইডিং ওয়ার্কিং ক্যাপিটাল লোন/ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ইন লার্জ ইন্ডাস্ট্রিয়াল এন্ড সার্ভিস সেক্টর" শীর্ষক অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার-এর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো.মুখতার হোসেন। চুক্তির মাধ্যমে বিশেষ এই তহবিল থেকে পাওয়া অর্থ করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে চলতি মূলধন বাবদ ঋণ দেয়া হবে।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: