গাজীপুরে উত্তরণ ফাউন্ডেশন ও সিটি ব্যাংক এর যৌথ উদ্যোগে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খ্যাতিমান পুলিশ কর্মকর্তা ডিআইজি হাবিবুর রহমান প্রতিষ্ঠিত ‘উত্তরণ ফাউন্ডেশন’ করোনা দূর্যোগের শুরু থেকেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অতি আপনজন হিসেবে পাশে দাড়িয়েছে, এই সময়ে উত্তরণ ফাউন্ডেশনের সাথে সংহতি প্রকাশ করেছে অনেক বড় বড় প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।
দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাপালনকারী আর্থিক প্রতিষ্ঠান তথা আধুনিক ব্যাংকিং সেবার অন্যতম উদাহরণ ‘দি সিটি ব্যাংক লি.’ করোনা যুদ্ধে ‘উত্তরণ ফাউন্ডেশন’ এর সাথে একটি গুরুত্বপূর্ণ সংহতির বন্ধনে আবদ্ধ হয়েছে। ‘মানুষের পাশে সিটি ব্যাংক’ শ্লোগান নিয়ে এই ব্যাংকটি দেশের ২০ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের অতি নিকটে পৌছে গেছে যথাসাধ্য খাদ্যসামগ্রী নিয়ে। উত্তরণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ জীবনের ঝুঁকি নিয়ে সিটি ব্যাংক প্রদত্ত খাদ্য সামগ্রীর একটি অংশ নিজ উদ্যোগেই দরিদ্র ও অসহায় পরিবারের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন, নিরুপায় মানুষের হাসি দেখে কষ্ট লাঘব করছেন, আনন্দিত হচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল ৯ মে ২০২০ গাজীপুরের পুবাইলে বসবাসরত তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে সিটি ব্যাংক ও উত্তরণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ও গাজীপুর জেলার অতিঃপুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), এ সময় উপস্থিত ছিলেন রিথিংক এর পরিচালক লুলু-আল-মারজান।

