যমুনা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান হলেন ফজলুর রহমান
যমুনা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন ফজলুর রহমান। ফজলুর রহমান বাংলাদেশের একজন প্রখ্যাত ও সুপরিচিত উদ্যোক্তা এবং বাণিজ্যিকভাবে সফল ব্যক্তিত্ব। তিনি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ স্থানীয় গ্রুপ অব কোম্পানিজ “সিটি গ্রূপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
গত ২৯ এপ্রিল ব্যাংকের ৩৬৬ তম বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে ফজলুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন।
যমুনা ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ এপ্রিল ফজলুুর রহমান যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগে ২০০৬ সালের ৮ মে থেকে ২০০৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
ফজলুুর রহমান এই পাচ দশকে কোম্পানীর ব্যবসা প্রসারিত করে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়, দেশীয় খাদ্য শিল্পকে নিয়ে গেছেন গতানুগতিক ব্যবসা গন্ডির বাইরে। এছাড়াও প্যাকেজিং, শক্তি, ইস্পাত, জাহাজ নির্মাণের ব্যবসা এবং শিল্প প্রকল্প (সিটি ইকোনমিক জোন) কোম্পানীর ব্যাবসা প্রসার ঘটান। ফজলুুর রহমানের ব্যবসায়িক দক্ষতা এবং পরিশ্রমের ফলে দেশের বৃহত্তম এফএমসিজি ব্র্যান্ড "তীর" তৈরি হয়েছে। তীর কেবল দেশীয় পুরষ্কারই পায়নি, আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। তিনি পুরাতন ঢাকার জনগণের জন্য দেশের অন্যতম আধুনিক হাসপাতাল আজগর আলী হাসপাতাল নির্মাণ করেছেন।
উল্লেখযোগ্য উদ্যোগের কারণে ফজলুর রহমান পুরষ্কার এবং স্বীকৃতি পেয়েছেন কয়েকবার। তিনি ডিএইচএল-ডেইলি স্টার আয়োজিত "বিজনেস পার্সন অফ দ্য ইয়ার ২০০৫" পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। ২০১৮-১৯ অর্থবছরের "সেরা করদাতা" হন তিনি। তিনি বাণিজ্য মন্ত্রণালয় স্বীকৃত একজন বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি)। ফজলুর রহমান বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এবং বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।