শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মীরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে ত্রিশ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে

 প্রকাশ: ০৪ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

করোনা ভাইরাস এর এই সংকটকালে দরিদ্র ও বঞ্চিত মানুষের সহায়তার জন্য দেশের অন্যতম প্রধান স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এর তহবিলে ২৮ লক্ষেরও অধিক টাকা অনুদান প্রদান করলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কর্মীরা। দেশের এই সংকটময় মূহুর্তে ব্যাংকের সকল কর্মী তাদের একদিনের বেতন এই তহবিলে প্রদান করেন। অনুদিত অর্থ দিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর মাধ্যমে ত্রিশহাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। গতকাল ব্যাংকের কর্মীদের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সিএফও জাকির হোসেনএফসিসিএ, এসিএ এর হাতে অনুদানের চেক তুলে দেন। মাকসুদ বলেন "দেশের এই ক্রান্তিলগ্নে বিপন্ন মানুষের পাশে দাড়ানো আমাদের সবার পবিত্র দায়িত্ব। তিনি নিজ প্রতিষ্ঠানের সকল কর্মীকে এই অবদানের জন্য ধন্যবাদ জানান এবং বিপন্ন মানুষের পাশে দাড়াতে দেশের সকল বিত্তবান ব্যক্তিবর্গের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান। এসময় স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন, মানবসম্পদ বিভাগের প্রধান আলকোনা কে. চৌধুরী এবং সিএফও মোঃআলী রেজা এফসিএমএ, সিআইপিএ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ৩১ মার্চ ২০২০ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বিএবি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ কোটি টাকা অনুদান প্রদান করে। বিদ্যানন্দ ফাউন্ডেশন দেশের একটি অন্যতম প্রধান স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দরিদ্র, অনাথ ও বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পুরনের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।সংগঠনটি প্রতিদিন প্রায় চব্বিশ হাজার ছিন্নমুল মানুষের মাঝে রান্না খাবার বিতরন করছে এবং পবিত্র রমযান মাসে তিনলাখ পরিবারকে মুদী পণ্য (চাল, ডাল, তেল ইত্যাদি) প্রদানের লক্ষ্যে কাজ করছে।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: