ইসলামী ব্যাংকের বান্দরবান শাখায় মুজিব কর্নার উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বান্দরবান শাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ কর্নার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাস, ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম কোম্পানী, ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মো. ইয়াকুব আলী, বান্দরবান শাখাপ্রধান মো. খানে আলম সহ গ্রাহক ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।