ব্যাংকের নগদ জমার বাধ্যবাধকতা শিথিল

ব্যাংকগুলোর অর্থ সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ জমা রাখার হার (সিআরআর) এক শতাংশীয় পয়েন্ট কমিয়ে সাড়ে ৫ শতাংশ নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “সুদের হার কমানোর চেষ্টা করছি। সরকারি যে সিদ্ধান্ত দিয়েছি, সরকারি টাকার অর্ধেক বেসরকারি ব্যাংকে রাখা যাবে।এছাড়া ব্যাংকগুলোকে সাড়ে ৬ শতাংশ নগদ জমা রাখতে (সিআরআর) হয়, তা ১ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।”
বর্তমানে ব্যাংকগুলো ক্যাশ-রিজার্ভ রেশিও (সিআরআর) বা নগদ ও জমার অনুপাত হিসেবে আমানতের সাড়ে ৬ শতাংশ টাকা নগদ জমা রাখে। এখন সাড়ে ৫ শতাংশ জমা দিতে হবে।
এসব সিদ্ধান্তে মূল্যস্ফীতিতে কোন প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “মূল্যস্ফীতি বাড়বে না, কোনোভাবেই বাড়বে না।”
বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, “নতুন এসব সিদ্ধান্তের ফলে সুদ হার কমবে। এর ফলে ১০ হাজার কোটি বাজারে আসবে। সিআরআর এর টাকা পেলে তারল্য সংকট কিছুটা কমে যাবে।”
ব্যাংকারদের দাবির মুখে এর আগে বেসরকারি ব্যাংকে সরকারি আমানত রাখার পরিমাণ বাড়িয়ে ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এখন থেকে সরকারি প্রতিষ্ঠানের আমানতের সমান ভাগে সরকারি ও বেসরকারি ব্যাংকে রাখতে হবে।
সকালে সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, তারল্য সংকট মেটাতে সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার সিদ্ধান্ত অতি দ্রুত কার্যকর করা হচ্ছে।