সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণ ১০৯ কোটি টাকা
চলতি অর্থবছর সাতক্ষীরার সাতটি উপজেলায় ১০৯ কোটি টাকার কৃষিঋণ বরাদ্দ দেয়া হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে ৯ শতাংশ বেশি। কৃষি ব্যাংকের ১৭টি শাখার মাধ্যমে কৃষকদের মাঝে এসব ঋণ বিতরণ করা হচ্ছে। কৃষি ব্যাংক সাতক্ষীরা আঞ্চলিক অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
এসব ঋণের মধ্যে রয়েছে শস্যঋণ, মত্স্যঋণ, প্রাণিসম্পদ ঋণ, সেচ ও কৃষি যন্ত্রপাতি ক্রয় ঋণ, ক্ষুদ্রঋণ, কৃষিভিত্তিক শিল্প ও এসএমই ঋণ। এরই মধ্যে জেলার ১৭টি শাখা বরাদ্দের প্রায় ৫০ শতাংশ ঋণ বিতরণ করেছে। গেল অর্থবছরে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের এসব শাখায় কৃষিঋণ বিতরণ করা হয়েছিল ১০০ কোটি টাকা।
কৃষি ব্যাংক সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল ওয়াহাব বলেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই কৃষকরা যেন সহজশর্তে ঋণ নিতে পারেন, সেজন্য সব শাখা ব্যবস্থাপককে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে কেউ যেন ঋণ দিয়ে প্রতারণা করতে না পারে, সেদিকেও ব্যবস্থাপকদের খেয়াল রাখার কথা বলা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রকাশ্যে ঋণ বিতরণ করা হচ্ছে। তাছাড়া জেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা ১০ টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খুলছেন। জেলার ১৭টি শাখায় এ পর্যন্ত ৬৫ হাজার কৃষক হিসাব খুলেছেন।