শিরোনাম

South east bank ad

ঢাকা ব্যাংকের ৬ দিন লেনদেন বন্ধ

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

দেশের বেসরকারি খাতের ব্যাংক ঢাকা ব্যাংকের লেনদেন আগামী ছয়দিন বন্ধ থাকবে। এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস সেবা, এটিএম সেবা ও ডেবিট কার্ডের লেনদেনসহ সব ধরনের সেবা বন্ধ রাখবে ব্যাংকটি। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা ব্যাংক এক নোটিশে জানিয়েছে, মানসম্মত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে কোর ব্যাংকিং সল্যুশন (সিবিএস) প্রযুক্তি হালনাগাদ করা হচ্ছে। এ কারণে ব্যাংকিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামী ২ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ব্যাংকটির সব ধরনের সেবা বন্ধ থাকবে। তবে এ সময়ে ক্রেডিট কার্ড সেবা চালু থাকবে। সেবা বন্ধ থাকার বিষয়টি ইতোমধ্যে গ্রাহকদের অবহিত করেছে ব্যাংকটি। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তা ৮-৯ বছর আগের। এতে বর্তমান সময়ের সব ধরনের সুবিধা ও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। গ্রাহকদের স্বার্থেই এটা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: