ইউনিয়ন ব্যাংকের সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংক শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির ১১তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব মো. মুখলেছুর রহমান। সভায় কমিটির অন্যতম সদস্য মাওলানা আবদুল হাই নদভী, মাওলানা মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী, পর্যবেক্ষক সদস্য আরিফ আহমেদ, ব্যাংকের উপদেষ্টা এসএম আমিনুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আবদুল হান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন।