মার্কেন্টাইল ব্যাংকের মার্কেটিং সেলস টিমের কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের চলতি ও সঞ্চয়ী হিসাব, মোবাইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ডের মার্কেটিং সেলস টিমের কর্মকর্তাদের জন্য সম্প্রতি ঢাকায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি কাজী মসিহুর রহমান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এএমডি ও সিবিও মো. কামরুল ইসলাম চৌধুরী। কর্মশালায় ব্যাংকের কনজুমার অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের ১৪৫ জন কাসা সেলস এক্সিকিউটিভ, মোবাইল ব্যাংকিং বিভাগের ৭০ জন টেরিটরি অফিসার ও টেরিটরি ম্যানেজার এবং কার্ড ডিভিশনের ১১ মার্কেটিং অফিসারসহ মোট ২২৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডিএমডি মতিউল হাসান, মোহাম্মদ ইছমাইল ও জিডব্লিউএম মোর্তজা, মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. রফিকুল হক ভুঁইয়া, কার্ড ডিভিশনের প্রধান মো. আবু সাকিন ও কনজুমার ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।