ইসলামী ব্যাংকের নতুন এএমডি এম কামাল উদ্দীন জসীম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এএমডি হলেন ড. এম কামাল উদ্দীন জসীম। এর আগে তিনি ডিএমডি হিসেবে ব্যাংকের চিফ এইচআরও, ক্যামেলকো, অপারেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট উইং প্রধানের পদে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।
কামাল উদ্দীন জসীম ১৯৯২ সালে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। তিনি ব্যাংকের ঢাকা ইস্ট জোন প্রধান ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং প্রধানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শাখাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
কামাল উদ্দীন জসীম ব্যাংকে যোগ দেয়ার আগে বাংলাদেশ অবজারভার ও দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কামাল উদ্দীন জসীম ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।