শিরোনাম

South east bank ad

ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্র্যাক ব্যাংকে ২ হাজার কর্মীকে পদোন্নতি

কর্মক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শন এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২ হাজার কর্মীকে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এটি ব্র্যাক ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় একক পদোন্নতি।

সহকর্মীদের এই সাফল্য উদ্যাপন করতে ব্যাংকটি ২২ এপ্রিল ২০২৫ ঢাকায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা পদোন্নতিপ্রাপ্ত কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ব্যাংকে প্রতিভা এবং নেতৃত্ব বিকাশে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ব্যাংকটির সকল পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং তদূর্ধ্ব পদে পদোন্নতি পেয়েছেন ৩০০-এরও বেশি কর্মী।

আয়োজনে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিষ্ঠানের মানবসম্পদকে গুরুত্ব দেয়। ব্যাংকের প্রবৃদ্ধির সাথে আমাদের সহকর্মীদের ক্যারিয়ারেও বিকাশ ঘটছে। সামনের দিনগুলোতেও আমরা আমাদের সহকর্মীদের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখবো। আমরা তাঁদের পরিশ্রমের স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ক্যারিয়ার অগ্রগতি এবং যোগ্যতাভিত্তিক স্বীকৃতিকে অগ্রাধিকার দিয়ে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানে হাই-পারফর্মেন্স কালচার তৈরি করে যাচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকটির সার্বিক সাফল্য এবং কর্মীদের ক্যারিয়ার বিকাশে। 


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: