শিরোনাম

South east bank ad

দিনদুপুরে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, তিনজনের আত্মসমর্পণ

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

দিনদুপুরে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, তিনজনের আত্মসমর্পণ

রাজধানীর কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা ডাকাত দলের ৩ সদস্য আত্মসমর্পণ করেছে। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করে।

এর আগে, বেলা ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে সবাইকে জিম্মি করে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

র‍্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা খালিদ হাসান গণমাধ্যমকে বলেন, ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একজন র‍্যাব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভেতরে তিনজন ডাকাত ছিল। তারা আত্মসমর্পণ করেছে। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ভেতরে তিনজন (ডাকাত) ছিল। বাইরেও তাদের লোক ছিল। যতদূর জানি, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

র‌্যাব আরো জানায়, দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত তিনটি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

এর আগে, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বেলা ২টার দিকে ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে বলে খবর পাই। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডাকাতদল ব্যাংকের ভেতরে ঢুকে সেখানে থাকা সবাইকে জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করে।

এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ঐ শাখাটি ঘেরাও করেন। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল ঘটনার সময় ব্যাংকে ছিলেন না।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: