শিরোনাম

South east bank ad

অনুমতি ছাড়াই বিদেশ যেতে পারবেন ব্যাংকের এমডিরা

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

অনুমতি ছাড়াই বিদেশ যেতে পারবেন ব্যাংকের এমডিরা

বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন অনুমতি ছাড়াই বিদেশ যেতে পারবেন তারা। আগে ভ্রমণের ১০ দিন আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

ভ্রমণের ক্ষেত্রে পর্ষদ বা যথাযথা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব বহিঃবাংলাদেশ ভ্রমণ নীতিমালা অনুযায়ী যেতে পারবেন তারা।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

সার্কুলারে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার অতি প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব ভ্রমণ নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে এমডি বা সিইও দেশ ত্যাগের ১০ কর্মদিবস পূর্বে এমডির ভ্রমণের কারণে অনুপস্থিত সময়কালে তার স্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাফতরিক ফোন, সেল ফোন নাম্বার ও ই-মেইল ঠিকানা ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে (ডিভিশন-২) লিখিত জানাতে হবে।

এর আগে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারির এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণ অতি জরুরি হলে দেশের বাইরে গমনের ১০ কর্মদিবস পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে আবেদন করতে হবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: