শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।


আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) তাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।


নতুন পর্ষদের পরিচালকরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।


১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ২০১৬ সালে সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। পরে ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে ছিলেন তিনি। তার আগে কর্মসংস্থান ব্যাংকের এমডি এবং অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেন।


১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এর আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় তৃতীয় হন তিনি।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: