ব্যাংক খাত চলে গেছে নিয়মনীতির বাইরে -ড. ফাহমিদা খাতুন

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, পুরো ব্যাংক খাত চলে গেছে নিয়মনীতির বাইরে। এতদিন বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীর প্রসারে কাজ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে ব্যাংক খাতে ২৪টি বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে। এতে অর্থ লোপাট হয়েছে ৯২ হাজার ২৬১ কোটি টাকা। আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ১২ শতাংশ বা জিডিপির ২ শতাংশের সমান। এ সময়ে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। এখন সময় এসেছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার। নিয়ম-নীতি প্রতিপালন করার। এজন্য ব্যাংকের নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে জোর দিতে হবে।
ব্যাংক খাতে দ্বৈত প্রশাসন চলছে উল্লেখ করেন ফাহমিদা খাতুন বলেন, এটা দূর করতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করতে হবে। এছাড়া কোনো ধরনের বিবেচনা ছাড়া লাইসেন্স দেওয়ার সংস্কৃতিও বন্ধ করতে হবে আর ব্যাংক খাতের সমস্যা চিহ্নিত ও সমাধান করতে ব্যাংক কমিশন গঠন করতে হবে।
তিনি বলেন, আমাদের ব্যাংক খাতের অন্যতম বড় উপসর্গ হলো খেলাপি ঋণ। বাছবিচার না করে রাজনৈতিক বিবেচনায় যেমন অনেক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, তেমনি নিয়মনীতি লঙ্ঘন করে দেদার ঋণও দেওয়া হয়েছে, যেগুলোর সিংহভাগ মন্দ ঋণ কিংবা ইচ্ছাকৃত খেলাপি হিসাবের কাতারভুক্ত হয়েছে।