সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে ৬ হাজার ৭২৭ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং ৭০৫ জনকে ফ্রি চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার একেএম মুশাররফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।