চট্টগ্রামের মিরসরাইয়ে এক্সিম ব্যাংকের ১৫০তম শাখা উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব মধ্যবাজারে গতকাল এক্সিম ব্যাংকের ১৫০তম শাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।
সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ড. এসএম আবু জাকের, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী এবং মিরসরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন প্রমুখ।