ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৬ তম উপশাখার উদ্বোধন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৬ তম উপশাখা গাজীপুরের কালিয়াকৈরে ‘চন্দ্রা’ এর উদ্বোধন হলো গত ১৬ অক্টোবর সোমবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহমুদ হোসেন ‘চন্দ্রা’ উপশাখার উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধান ও এসইভিপি অরুণ কুমার হালদার, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধানগণ, বিভিন্ন শাখার প্রধানগণ, চন্দ্রা উপশাখার ব্যবস্থাপকদ্বয়, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় বাসিন্দারা এখন তাদের সন্নিকটেই ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।