৩৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক

এসএসসি উত্তীর্ণ ৩৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ও ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ উপস্থিত ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।