শিরোনাম

South east bank ad

বাংলামোটরে প্রায়োরিটি ব্যাংকিং সেন্টার চালু করল ইবিএল

 প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বাংলামোটরে প্রায়োরিটি ব্যাংকিং সেন্টার চালু করল ইবিএল

রাজধানীর বাংলামোটরে প্রায়োরিটি ব্যাংকিং সেন্টার চালু করল ইবিএল। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গতকাল আনুষ্ঠানিকভাবে সেন্টারটির উদ্বোধন করেন।

সেন্টারটিতে প্রায়োরিটি গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ ও ভ্যালু অ্যাডেড প্রিমিয়াম সেবা নিশ্চিত করা হবে। এসব সেবা দেয়ার জন্য একজন স্বতন্ত্র রিলেশনশিপ ম্যানেজার থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বলেন, ‘আমরা গ্রাহকদের ব্যতিক্রমী ব্যাংকিং অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যে অব্যাহতভাবে নিজস্ব সেবা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমার বিশ্বাস, এ কেন্দ্রটিতে প্রায়োরিটি গ্রাহকদের আর্থিক ও লাইফস্টাইল চাহিদা পূরণ এবং অধিকতর সুবিধা দেয়ার মাধ্যমে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব কার্ডস তাসনীম হোসেন, হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকীন ইবরাহীম, হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক এবং এরিয়া হেড (ঢাকা) ফারজানা আলী। 

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: