আইএফআইসি ব্যাংকের তিন শাখার উদ্বোধন

সারা দেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে গোপালগঞ্জ, চাঁদপুর ও গাইবান্ধায় আইএফআইসি ব্যাংকের নতুন তিনটি শাখার উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জ জেলা সদরের এমদাদুল হক প্লাজায় উদ্বোধন হয়েছে আইএফআইসি ব্যাংকের গোপালগঞ্জ শাখার। শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। একই ধারাবাহিকতায় সম্প্রতি গাইবান্ধার সার্কুলার রোডে অবস্থিত ফিরোজা মার্চেন্ট প্লাজায় উদ্বোধন হয় গাইবান্ধা শাখার। শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো. কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান।