কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০তম সভা

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৪০তম সভা সম্প্রতি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় অন্যদের মধ্যে মো. কামরুল আহসান, পুলিশের অ্যাডিশনাল আইজি এম খুরশীদ হোসেন, র্যাব মহাপরিচালক এসএম রুহুল আমিন, পুলিশের অ্যাডিশনাল আইজি মো. মাজহারুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, আবু হাসান মুহম্মদ তারিক, ড. হাসান উল হায়দার, মাহাবুবর রহমান, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, ডিআইজি কাজী জিয়াউদ্দিন, ড. শোয়েব রিয়াজ আলম, অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম ও অ্যাডিশনাল ডিআইজি সুফিয়ান আহমেদ উপস্থিত ছিলেন।