আশকোনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন। ডিএমডি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. মাহমুদুর রহমান, মো. আবদুল্লাহ আল মামুন ও মো. ফজলুর রহমান চৌধুরী, এসইভিপি মো. মুজিবুল কাদের, মো. ইদ্রিস আলী ও মো. হাবীব উল্লাহ, এসভিপি জালাল আহমেদ ও ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক হজযাত্রীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।