মালয়েশিয়ায় এনবিএল মানি ট্রান্সফারের ৩ শাখার উদ্বোধন

মালয়েশিয়া প্রবাসীদের সুবিধার্থে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য সম্প্রতি এনবিএল মানি ট্রান্সফারের তিনটি শাখার উদ্বোধন করা হয়েছে।
মালয়েশিয়ার কাজাং, মেরু ও বাকরিতে শাখা তিনটির উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ও এনবিএল মানি ট্রান্সফার মালয়েশিয়ার পরিচালক মো. মেহমুদ হোসেন। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদ এবং মালয়েশিয়া এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মর্তুজাসহ অনেকে উপস্থিত ছিলেন।