বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা তহবিলে অনুদান দিল মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে ১ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের (অতিরিক্ত সচিব) উপস্থিতিতে গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন এমপি বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের হাতে চেকটি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।