আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫% লভ্যাংশ ঘোষণা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সমাপ্ত ২০২২ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস।
গতকাল পরিচালক পর্ষদের ৩৮৬তম সভায় এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু, ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।