পিরোজপুর, পঞ্চগড় ও নাটোরে আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন

পিরোজপুর, পঞ্চগড় ও নাটোরে আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।
নাটোর সদরের ঢাকা রোডে অবস্থিত দিবা টাওয়ারে গতকাল নাটোর শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের এমপি মো. শফিকুল ইসলাম শিমুল।
এর আগে ২৭ এপ্রিল পঞ্চগড় সদরের তেঁতুলিয়া রোডে অবস্থিত রফিজুল হক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড় শাখার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের এমপি মো. মজাহারুল হক প্রধান।
১৭ এপ্রিল পিরোজপুর সদরের পাড়ের হাট রোডে খান টাওয়ারে পিরোজপুর শাখার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমীনুল ইসলাম।