সেরা এসএমই ব্যাংকের স্বীকৃতি পেয়েছে এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) গ্লোবাল বিজনেস ম্যাগাজিনের ‘ বেস্ট এসএমই ব্যাংক বাংলাদেশ ২০২৩’ উপাধিতে ভূষিত হয়েছে।
বাংলাদেশে কুটির, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে সেবা প্রদানের জন্য এ উপাধি পেয়েছে।
এ প্রসঙ্গে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘গ্লোবাল বিজনেস ম্যাগাজিনের এ সম্মানজনক স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত। এ স্বীকৃতি আমাদের সিএমএসএমই গ্রাহকদের উদ্ভাবনী আর্থিক সমাধান এবং ব্যতিক্রমী পরিষেবা প্রদানের লক্ষ্যে আমাদের টিমের কঠোর পরিশ্রম, ত্যাগ এবং অধ্যবসায়কে প্রতিফলিত করে।