এক্সিম ব্যাংকের নতুন সেবাপণ্য এক্সিম হ্যাপিনেস উদ্বোধন

এক্সিম ব্যাংকের নতুন সেবাপণ্য ‘এক্সিম হ্যাপিনেস’ উদ্বোধন করা হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন নতুন এ সেবাপণ্যটির উদ্বোধন করেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রডাক্ট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। এ সময় এক্সিম ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।