এবি ব্যাংকের তাজমহল রোড উপশাখা উদ্বোধন

এবি ব্যাংক লিমিটেড ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোড সংলগ্ন হক টাওয়ারে তাজমহল রোড উপশাখার কার্যক্রম শুরু করেছে।
ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি তারিক আফজাল উপশাখাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।