এবি ব্যাংকের মাইজদী কোর্ট উপশাখার উদ্বোধন

এবি ব্যাংক লিমিটেড সম্প্রতি নোয়াখালী জেলার সদর উপজেলার ১৯৪, মালেক উকিল সড়ক সংলগ্ন রতন প্লাজায় মাইজদী কোর্ট উপশাখার কার্যক্রম শুরু করেছে।
চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান, এসইভিপি মো. মাহতাবুর রহমান এ উপশাখার উদ্বোধন করেন। এ সময় সৈয়দ মো. মহররম হোসেন, ইভিপি, প্রধান কার্যালয়; মোহাম্মদ ইসরাফিল, চৌমুহনী শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্য কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।