মধুমতি ব্যাংকের দিনব্যাপী রেমিট্যান্স উৎসব-২০২৩ উদযাপন

সম্প্রতি মধুমতি ব্যাংক শিবচর, মাদারীপুরে দিনব্যাপী মধুমতি ব্যাংক রেমিট্যান্স উৎসব-২০২৩ উদযাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন কুমার দাশ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়। সভাপতিত্ব করেন মো. সফিউল আজম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মধুমতি ব্যাংক লিমিটেড এবং অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন কামরুল হাসান খান, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার, মধুমতি ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোছলেম উদ্দিন খান, মুক্তিযুদ্ধকালীন সাত থানার এরিয়া কমান্ডার এবং সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।