শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

গোপালগঞ্জে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

এবি ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করেছে। সম্প্রতি জেলার শেখ ফজলুল হক মনি আউটার স্টেডিয়ামে চার শতাধিক কৃষকের মাঝে ঋণ বিতরণের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান এবং গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা। 

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: