ন্যাশনাল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি ঢাকায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যাংকের পরিচালক লে. জেনারেল মো. শফিকুর রহমান (অবসরপ্রাপ্ত) ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেনের সভাপতিত্বে ব্যাংকের ২২১টি শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানদের নিয়ে আয়োজিত এ সম্মেলনে আগামী ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরী।