শিরোনাম

South east bank ad

প্রযুক্তি ক্ষেত্রে দুটি আন্তর্জাতিক সম্মাননা পেল এনসিসি ব্যাংক

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

প্রযুক্তি ক্ষেত্রে দুটি আন্তর্জাতিক সম্মাননা পেল এনসিসি ব্যাংক

বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘বেস্ট ইউজ অব টেকনোলজি’ এবং ‘ফাস্টেস্ট গ্রোইং ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক দুটি আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছে এনসিসি ব্যাংক। দুবাইভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন সম্প্রতি এ সম্মাননা দেয়ার ঘোষণা করে।

উল্লেখ্য, এনসিসি ব্যাংক তথ্যপ্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যেই ব্যাংকিং সেবায় দেশের প্রথম ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা ছাড়াও সঞ্চয়ী ডিজিটাল অনবোর্ডিং সেবাসহ স্টার্টআপ ফাইন্যান্স, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম ও মাইক্রো এটিএম সেবা চালু করেছে ব্যাংকটি। আগামীতেও আরো নতুন নতুন উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং সেবাসহ বিভিন্ন সেবা নিরাপদে ও দ্রুততম সময়ে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেয়াই এনসিসি ব্যাংকের লক্ষ্য, যা আর্থিক খাতের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে সক্ষম হবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: